জামিউল আহসান, স্টাফ রিপোর্টার:
অদ্য ১৫-০৫-২০২৪খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় দেবীগঞ্জ সরকারি কলেজ, দেবীগঞ্জ, পঞ্চগড়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউট, ঢাকা এর আয়োজনে ও দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন, পঞ্চগড়ের বাস্তবায়নে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মো: শরীফ আলম, উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জ, পঞ্চগড়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পঞ্চগড়।
জনাব মোঃ এনামুল হক, নির্বাচন অফিসার, পঞ্চগড় সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।