আলী হোসেন-বেলাবঃ
আজ পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ উপলক্ষে নামাজ পড়তে মঙ্গলবার (৩ মে) সকাল থেকেই
ঈদগাহ মাঠে নামাজ পড়তে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করে। কিন্তু এর মধ্যে বাগড়া দেয় বৃষ্টি। সকাল থেকেই রিমঝিম বৃষ্টি ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। নামাজ পড়তে মুসল্লির চরম বিড়ম্বনার স্বীকার হয়েছে। কেউবা বৃষ্টিতে ভিজে আবার কেউবা বৃষ্টির পানিতে দাড়িয়ে জামায়েতের সাথে আদায় করেন ঈদের নামাজ।
সরজমিনের গিয়ে ঈদের নামাজের ভোগান্তির চিত্র দেখা গেছে নরসিংদীর বেলাব উপজেলা আমলাব ইউনিয়ন পাহাড় উজিলাব মৌলভীরটেক ঈদ গাহ মাঠে।সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ৭ টা থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। নামাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত মুশলধারে বৃষ্টির কারনে মুসল্লিরা নামাজ আদায় করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। অধিকাংশ মুসল্লিদের স্কুলের বারান্দায় দাড়িয়ে থাকতে দেখা যায়। কেউবা বৃষ্টিতে ভিজে এসে হাজির হয় নামাজ আদায় করতে। বৃষ্টির কারনে এবার দুইটি জামায়েত অনুষ্ঠিত হয়। কেউ কেউ আবার মনে করেন দীর্ঘ এ মাস সিয়াম সাধনার পর ঈদ। বৃষ্টিতে সাময়িক একটু অসুবিধা হলেও ভালো লেগেছে এক সাথে ঈদের জামাত আদায় করতে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনা সবার।
Leave a Reply