আলী হোসেন- বেলাবঃ
নরসিংদীর বেলাবতে স্ত্রী ও দুই সন্তান হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।১২ লাখ টাকার ঋণের বোঝা থেকে বাঁচতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন স্বামী গিয়াস উদ্দিন শেখ। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।।
জবানবন্দি থেকে জানা যায়,জুয়া খেলা ও মদক সহ প্রায় ১২ লক্ষ টাকা ঋন করেন। সকল ঋণই স্ত্রীর নামে নিয়েছিলেন।উক্ত টাকা পরিশোধের জন্য নিহতের স্বামী গিয়াস উদ্দিনের ওপর চাপ ছিল। অপর দিকে প্রতিবেশী চাচাতো ভাই রেনু মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে গাছ নিয়ে দ্বন্দ ছিল।আর এই ঋন থেকে বাচাতে এবং চাচাতো ভাইকে ফাঁসাতে স্বামী গিয়াস স্ত্রী রহিমা বেগমকে হত্যার পরিকল্পনা করেন। তারি ধারাবাহিকতায় গত রবিবার গিয়াস উদ্দিন ক্রিকেট ব্যাট ও ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী রহিমা বেগম (৩৫), ছেলে রাব্বি (১৩) ও মেয়ে রাকিবা আক্তারকে (৬) হত্যা করেন। হত্যার পর পুলিশ ও মানুষের চোখ ফাঁকি দিতে রাতেই বাড়ি ছেড়ে চলে যান। পরে সকালে তাকে ফোন দিয়ে বাড়িতে ডেকে আনেন প্রতিবেশীরা।হত্যাকাণ্ডের পর সকালে বাড়িতে ফিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মিথ্যা তথ্য দেয় গিয়াস। ঝগড়ার রেশ ধরে প্রতিপক্ষ রেনু মিয়া এই ঘটনা ঘটাতে পারে বলে পুলিশসহ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে তদন্তে যায় পিবিআই। সেখানে নিহতের স্বামী গিয়াসের অসঙ্গতিপূর্ণ আচরণে পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পিবিআইয়ের কাছে স্ত্রী ও সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।
নরসিংদীর বেলাবোতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় নিহত রহিমার ভাই মোশারফ হোসেন বাদী হয়ে বেলাব থানায় অজ্ঞাত নামা ৮/১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। হত্যার ঘটনায় গ্রেফতার নিহত রহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ পিবিআইয়ের কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে সোমবার দুপুরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। ওই সময় হত্যার দায় স্বীকার করে আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)এর উপ-পরিদর্শক জামাল উদ্দিন এস তথ্য নিশ্চিত করেন
Leave a Reply