মৌ আক্তার, স্টাফ রিপোটার:
যদি কাউকে বলতে বলা হয়, রাজারহাট উপজেলা কি জন্য বিখ্যাত? উত্তর একটাই সেটা হলো সুপারি। বাড়িতে কুটুম্বো আসলে সবার আগে দেওয়া হয় সুপারির বাটা। সেই সুবাদে প্রায় প্রত্যেকটি বাড়ির উঠানে কিংবা বসতবাড়ির পাশে গড়ে উঠেছে অসংখ্য সুপারির বাগান। কালের পরিক্রমায় সুপারি বাণিজ্যিক চাষ শুরু হয়। সুপারি হয়ে ওঠে অত্র এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ। এভাবে চলে আসে যুগের পর যুগ। বছরের প্রায় তিন চার মাস সুপারি বিক্রির টাকা দিয়ে গৃহস্থ বাড়ির বাজার সদাই চলে। কিন্তু এ বছর সুপারির বাজারে ধস নামায় চাষীদের মাথায় হাত। কথা হয় মাস্টার লিটন চ্যাটার্জীর সাথে তিনি জানান, প্রতিবছর যেখানে এক পোন বা ৮০ টি সুপারি একসঙ্গে ৩০০ টাকায় বিক্রি হতো বর্তমানে তার বাজার মূল্য ১৫০ টাকা। এদিকে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে একই চিত্র পরিলক্ষিত হয়। সুপারির অধিক ফলন, বাগানের পরিমাণ বেড়ে যাওয়ায় সুপারি বাজারের ধস নেমেছে বলে ব্যবসায়ীরা মনে করেন। এদিকে স্থানীয় মধ্যসত্ত্ব ব্যবসায়ীর সিন্ডিকেটে পানির দামে বিক্রি হচ্ছে সুপারি এমন অভিযোগও আছে।