কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান লক্ষীপুর কাচারীপাড়া গ্রামের মোঃ মঞ্জু মিয়ার বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মোঃ মিজানুর রহমান বাড়ির পাশে আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে, তখন গাছের ডালের পাশে থাকা বিদ্যুৎতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মিজানুর রহমান আম গাছ থেকে ছিটকে পড়েন। এসময় আশেপাশের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ঢাকায় একটি হাসপাতালে লিফট অপারেটর এর চাকরি করতেন। তার দুই বছর বয়সী একটি শিশু বাচ্চা আছে বলে ও জানা যায়। মিজানুর রহমান এর এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের আহাজারি বইছে। কুলিয়ারচর থানার এসআই নয়ন জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। এবং পরিবার ও এলাকার জনসাধারণের অনুরোধে লাশ দাফনে কোনো প্রকার ময়না তদন্ত করা হয়নি। আজ বাদ আছর(৫ টা ৩০ মিনিটে) তার নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে নিহত মিজানুর রহমানের লাশ দাফন করা হয়।