1. admin@ndbnewstv.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বেলাবতে বিদেশী হুইস্কি মদ সহ ২ জন গ্রেফতার বেলাবতে বিএনপির জনসভায় ছাত্রদল সভাপতি প্রার্থী আশিক সুজন মামুনের শোডাউন পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি—— বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অরবিট ইনস্টিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ

কেমন গেলো সম্রাট পৃথিবীরাজ

NDB News TV
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৯ বার পঠিত

গতকালই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা সম্রাট পৃথ্বীরাজ চৌহান। যশ রাজ  ব্যানারের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা নিয়ে বিরাট প্রত্যাশা ছিল দর্শকমহলে। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়কুমার অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা ‘বচ্চন পান্ডে’। এই ছবিটি বক্স অফিসে প্রথম দিনেই ১৩ কোটি আয় করেছে।

তাই দর্শকদের প্রত্যাশা ছিল পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ৩০০ কোটি বাজেটের তৈরি এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১৬ কোটির উপরে আয় করবে। কিন্তু দুঃখের বিষয় সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে মুক্তির প্রথম দিনে মাত্র ১২ কোটি আয় করতে পেরেছে। অর্থাৎ অক্ষয়কুমারের সম্রাট পৃথ্বীরাজ বক্স অফিসে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মতোই আয় করেছে।

রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরগাথার ওপর তৈরি ঐতিহাসিক পিরিয়ড ড্রামাতে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষি চিল্লার । মুক্তির পর থেকেই যশরাজ ব্যানারের প্রযোজনায় তৈরি এই সিনেমা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ এই সিনেমাটিকে EPIC বলে আখ্যা দিচ্ছেন তো কেউ বলছেন, ফ্লপবাস্টার, আবার কেউ বলছেন টোটাল ডিজাস্টার। মুক্তির প্রথম দিনেই আইএমডিবি (IMDB)তে ৬.৮ রেটিং পয়েন্ট পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের এই ঐতিহাসিক বীরগাথা। যার কারণ হিসাবে উঠে আসছে অনেকগুলি বিষয়। যার মধ্যে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে ছবিটি দেশের একাধিক শহরে করমুক্ত করা না হলে এর আয় আরও বেশি হতে পারত।

এছাড়া বলা হচ্ছে ভুলভুলাইয়া সিনেমার তুলনায় সম্রাট পৃথ্বীরাজ ছবিটি দেখতে খুব অল্প সংখ্যক মানুষই আছেন যারা হলমুখো হয়েছিলেন। বলা হচ্ছে সেই তুলনায় নন-ডিজিটাল কেন্দ্রগুলিতে এর দখল অনেক বেশি। সেদিক থেকে সিনেমাটি ভালোই করছে। সূত্রের খবর কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া ২-এর তুলনায় সম্রাট পৃথ্বীরাজকে ৩০ থেকে ৪০ শতাংশ কম মানুষ দেখতে যাচ্ছেন। এখন দেখার এর উইকেন্ড কালেকশন কতটা কি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা