মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী ট্রেনের ধাক্কায় সেকেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে, বুধবার দুপুর পৌনে ৩টায় কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনু মুসল্লীর স্ত্রী। রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক তুষার মৃধা জানান, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুষার মৃধা আরও জানান, ওই বৃদ্ধা ভাটিয়াপাড়া এলাকায় জামাই সোহাগ খানের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ওই নারী রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে।
Leave a Reply