1. admin@ndbnewstv.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বেলাবতে বিদেশী হুইস্কি মদ সহ ২ জন গ্রেফতার বেলাবতে বিএনপির জনসভায় ছাত্রদল সভাপতি প্রার্থী আশিক সুজন মামুনের শোডাউন পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি—— বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অরবিট ইনস্টিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ

জাওয়ান টিজারে নেট দুনিয়ায় ঝড়

NDB News TV
  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৫৬ বার পঠিত

তিন বছরে কোন নতুন ছবি করেনি ২০২১ শের শেষের দিকে ছেলের জন্য অনেকটা হয়রানীতে ও পড়েন শাহরুখ,আবার লতা মংঙ্গেস্কারের বিদায় বেলায়  গিয়ে  ধমীয় ভাবে ট্রলিংয়ের স্বীকার হন খান।  কিন্তু হারকে জিতনেবালে কো বাজিগর কেয়তাহে বলে বিশ্বাসী শাহরুখ  ১.31 সেকেন্ডের ভিডিও দিয়ে কাপিয়ে রেখেছে নেট দুনিয়া।

২০১৩ তে শাহরুখের চেন্নাই একপ্রেস হিট ছিলো এর পরে আর কোন ছবি সফলতা পাইনি । তাই  অনেকটা ভেবে চিন্তেই মাঠে নামছেন তিনি । তবে ইংলিশ সিনেমা ডার্কম্যান যা 1990 সালে দেখা গিয়েছিলো তার  সাথে জুড়ে দিচ্ছে অনেকে বলছে হতে যাচ্ছে আরেকটা রিমেক । তাছড়া এই ছবির নাম জায়োন যার মানে দাড়ায় যুবক ।  কিন্তু 60 বছর বয়সী খান কোন টাইপের যুবক রুপে দেখা দিবে ?  হতে পারে অনেক কিছু যেমন আমির্র জোয়ান, আবার জোয়ান মানে স্মাট এক তরুন যুবক আবর বিভিন্ন গ্যাংয়ের জোয়ান হতে পারে কিন্তু এই টিজারে শাহরুখকে আর্মি ম্যান তো কোন এঙ্গেলে মনে হয় নি।  তবে শুনা যাচ্ছে srk এখানে ডবল ক্যারেক্টারে থাকবে কিন্তু টিজারে শুধু একটা ক্যারেক্টারই দেখানো হয়েছে। আর পাঠান সিনামার মতো এখানে ও শাহরুখকে র এজেন্ট হিসাবেই দেখা যাবে।আর এই ছবিতে অভিনেত্রী নয়নতারাকে একজন তদন্তকারী অফিসার হিসেবে অভিনয় করবেন।তাছাড়া এটা ও শুনা যাচ্ছে  বিজয় থালাপতিকে ও দেখা যাবে  কেমিও রোলে ।

 

শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন । ইন্ডাস্ট্রির তিন খানের মধ্যে একজন তিনি। আপাদত বড়পর্দায় তাকে দেখার অপেক্ষায় দিন গুণছেন তার অগণিত ভক্তরা। তার আসন্ন ‘পাঠান’ ছবি নিয়ে উত্তেজনা শেষ না হতেই মুক্তি পেয়েছে  ‘জাওয়ান’এর টিজার, যা রীতিমতো হুশ উড়িয়েছে ভক্তদের।

আগামী বছর ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’ তিন তিনটি বিগ বাজেট ছবি মুক্তি পাচ্ছে শাহরুখের। এছাড়াও শোনা যাচ্ছে ‘টাইগার’ সিরিজের ছবিতেও দেখা যাবে তাঁকে। এরমধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা এমনিতেই বেশি। শাহরুখ এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ তরফ থেকে বলা হয়েছে, এটি নাকি তাদের সবচেয়ে অ্যামবিশাস ছবি। এমতাবস্থায় উত্তেজনা বাড়িয়ে দিলেন বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি সালমান তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শাহরুখকে ট্যাগ করে লিখেছেন, “মেরে জওয়ান ভাই রেডি হ্যায়,”। ব্যস এরপরই অনুরাগীদের উত্তেজনাকে ধরে কে!

 

প্রসঙ্গত এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি কুমার, চলচ্চিত্র জগত  অ্যাটলি নামেই চেনে তাকে। মূলত অ্যাকশন ছবির জন্যই বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে তার এই প্রথম কাজ। বলিউড-টলিউড বিতর্কের মাঝে এই দক্ষিণী পরিচালক আর বলিউডের সুপারস্টারের মিলিত প্রয়াস কেমন সাড়া ফেলবে দর্শকমহলে! তা নিয়েও জল্পনার শেষ নেই । এমতাবস্থায় টিজারের প্রশংসা করার জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছে অ্যাটলি।

 

একটি সাক্ষাৎকারে অ্যাটলিকে কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেছিলেন, “এই অনন্য চলচ্চিত্রটি তৈরি করার সমস্ত কৃতিত্ব অ্যাটলির, এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল কারণ আমি অ্যাকশন চলচ্চিত্র পছন্দ করি! ছবিতে  কী হতে চলেছে তার একটি ছোট্টো আভাষ পাবেন টিজারটি থেকে।” তবে শুধুমাত্র সালমান এবং শাহরুখই নয় দুই বলিউড তারকার ভক্তরাও তাদের উত্তেজনা শেয়ার করেছেন ছবিটি নিয়ে। কোনো অনুরাগী লিখেছেন, “সুপারস্টার”, তো কেউ বা উৎসুক হয়ে জিজ্ঞেস করেছেন, “আপনারা দুজন একসঙ্গে সিনেমা করবেন কবে?” এই মুহূর্তে সালমানের পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা এবং ইমোজিতে।

বলিউডের এই দুই খানকে পর্দায় একসাথে দেখার জন্য মুখিয়ে আছে অনুরাগীরা। “কুছ কুছ হোতা হ্যায়”-এর মতো জনপ্রিয় ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিলো তাদের। এছাড়াও ‘হার দিল জো পেয়ার করেগা’এবং বলিউডের আইকনিক ফিল্ম ‘করণ অর্জুন’- এই দুজন একসাথে আগুন লাগিয়েছিলেন বক্স অফিসে। তবে আপাতত শাহরুখ খানের আসন্ন সিনেমা পাঠান-এ সালমানের ক্যামিওর জন্য উত্তেজিত সিনেমাপ্রেমীরা। কিন্তু কষ্টের বিষয় হলো এক বছর অপেক্ষা করতে হবে শাহরুখের এই সিনেমা দেখার জন্য ।তো সব মিলিয়ে ২০২৩’এর শুরু থেকেই দর্শকদের মনের আঙিনায় শুধুই রাজ করবেন কিং খান। পাশাপাশি তিনি রাজ করবেন প্রেক্ষাগৃহের পর্দাতেও, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা