স্টাফ রিপোর্টার-কালিহাতী:
টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধে ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার মামলার প্রধান অভিযুক্ত শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কালিহাতী আমলী আদালতের বিচারক ফারজানা হাসানাত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে ঘটনার দিনই গত বুধবার রাতে তাঁকে উপজেলার পাইকপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে আদালতে পাঠায় কালিহাতী থানা পুলিশ।
টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্পী বেগম গৃহবধুকে নির্যাতনের ঘটনার প্রধান আসামী ও একই এলাকার সংশ্লিষ্ট ইউপি সদস্য মোশারফের স্ত্রী।
উল্লেখ্য, গত বুধবার (১১মে) জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার নাগবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ মিয়া ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠে। নির্যাতন চলাকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই গৃহবধূকে কাঁঠাল গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করে।