স্টাফ রিপোর্টার-কালিহাতী( টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) কালিহাতী এম.রহমান মেমোরিয়াল হাসপাতালের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী এম রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আজিজুল ইসলাম মিন্টু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী মাসুদ, মনির, আসলাম, হাবিব, রিফাত, শাকিল, সিফাত, আরাফাত, নাদিয়া, মাইদুল প্রমুখ।
জানা যায়, কালিহাতী উপজেলা পরিষদ, কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ,কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারখী টু রৌহা রোড এবং চারান এলাকায় কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১৫০টি বৃক্ষ রোপণ করা হয়।