ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মিষ্টি আলুর (ওকিনাওয়া) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাবসারা ইউনিয়নের রেহাই গাবসারা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ হাম্মাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, শাকিল আহমেদ সহ সাংবাদিক ও ৪০ জন কৃষাণ কৃষাণি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা উপ-সহকারী কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন.
Leave a Reply