আলী হোসেন-স্টাফ রিপোটার্স।
১৪ জুন ২০২২ মঙ্গলবার দিবাগত রাত ১২.০০ টা থেকে দেশে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
প্রথমবারের মতো এই শুমারি তে ট্যাবে তথ্য সংগ্রহ করা হবে। ঘড়ির কাটায় ঠিক রাত ১২ টায় ভাসমান মানুষ গণনার মাধ্যমে শুমারির কার্যক্রম শুরু হয়ে তা চলবে সপ্তাহব্যাপী। অর্থাৎ ২১ জুন ২০২২ তারিখ শুমারির কার্যক্রম শেষ হবে।
দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহনে শুমারিতে প্রাপ্ত তথ্য সহায়ক ভুমিকা পালন করবে। তাই সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত শুমারি কর্মীকে তথ্য প্রদান করে সঠিক পরিসংখ্যান প্রনয়ণ এবং দেশের পরিকল্পিত উন্নয়নে অংশ নেওয়া।
দেশব্যাপী প্রায় ৪ লক্ষ শুমারি কর্মী তথ্য নেয়ার কাজে নিয়োজিত থাকবে। প্রস্তুত। ১৫-২১ জুন শুমারিকর্মীগণ প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবে।
শুমারি কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। এবং সঠিক তথ্য প্রদান করুন।