আলী হোসেন-স্টাফ রিপোর্টারঃ
ঢাকার বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম দেখতে গত বুধবার পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি তিনি বুড়িগঙ্গার উপর অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা ভাঙার নির্দেশ দেন।
এ সময় মেয়র খালের মধ্যে থাকা শেয়ার ওয়াল ভাঙ্গার ও নির্দেশ দেন।
পরিদর্শনকালে শেখ ফজলে নূর তাপস আরও বলেন, (কালুনগর স্লুইসগেটের এলাকা) খালের মুখের প্রশস্ততা
৩১৫ ফুট হবে বলে জানান। এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সব অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনেন সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরে আলম ও সংরক্ষিত আসন কাউন্সিলর নিলুফার রহমান প্রমুখ।
Leave a Reply