স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ও ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের নির্দেশনায় পথচারিদের মাঝে বিনামূল্যে সুপের পানি ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঢাকা-১৩, শ্যামলী ও মোহাম্মদপুর টাউন হল এলাকায় উক্ত সুপের পানি ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ সভাপতি জলিলুর রহমার,সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস,উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল আলম শরিফ,উপ সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম শাহীন,কার্যনির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক প্রবাল,ও খোকন মাহমুদ নির্ঝর।
কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর বলেন, তীব্র তাবদাহে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশনাক্রমে আমাদের এ কার্যক্রম চালু করেছি। যেন অতি গরমে সাধারন মানুষ একটু প্রশান্তি লাভ করতে পারে। বাংলাদেশ যুবলীগ অসহায় মানুষেনর শান্তি ও কল্যানের পক্ষে কাজ করে। যে কোনো প্রকৃতিক দূর্যোগ মোকাবেলা আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো।
Leave a Reply