সুনামগঞ্জ প্রতিনিধিঃ
চলমান বন্যার কারণে আগামী ২৫মে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হতে জানাযায়,গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টি কারণে উপজেলার অধিকাংশ এলাকা বন্যাপ্লাবিত,যোগাযোগ বিচ্ছিন্ন,এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির(সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের পরামর্শক্রমে আগামী ২৫,২৬ ও ২৭ তারিখের উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দলীয় সকল নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।