প্রতিনিধি, গাইবান্ধা
তীব্র গরমের তাপগাহে গাইবান্ধার মানুষ যখন রৌদ্রের জলসানিতে
নিজেকে অস্বস্তি বোধ করেছেন,ঠিক
তখন এই কঠিন সময়ে অসহায়,পথচারী ও দিনমজুর মানুষদের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন সামগ্রি বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন, গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর আলম।
আজ দুপুর সাড়ে ৩ টায়,গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় এলাকায়, সার্জেন্ট জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যোগে তীব্র গরমের তাপগাহে মানুষ যখন রৌদ্রের জলসানিতে
নিজেকে অস্বস্তি বোধ করেছেন,
ঠিক তখনই মানবতার সেবক হিসেবে রাস্তায় জনসাধারণ এবং পথচারীদের মাঝে ৩০০ বোতল বিশুদ্ধ পানি এবং ৩০০প্যাকেট খাবার স্যালাইন বিতরণ
করেন তিনি।
এই ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম এর জন্ম কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বড়ভিটা গ্রামের এক মুসলিম পরিবারে।
বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, দেখা যায় সার্জেন্ট জাহাঙ্গীর আলম নিজ অর্থায়নে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। তীব্র গরমের তাপগাহে রাস্তায় জ্যামজট ছুটানোর পাশাপাশি,মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরাট করে জন দুর্ভোগ লাগবের চেষ্টা করছেন। চলার পথে অসুস্থ হয়ে পড়া মানুষদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সুস্থ হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা করছেন।
অসহায় পথচারীদের কাপড় কিনে দিচ্ছেন। অসহায় পথশিশু, বৃদ্ধাকে নিয়ে মহল্লার হোটেলে খাওয়া-দাওয়া করাচ্ছেন। বৃদ্ধ রিস্কা,ভ্যান, সিএনজি চালকের গাড়ি ঠেলছেন, সার্জেন্ট জাহাঙ্গীর কে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া ভাইরাল ভিডিও থেকেও তার মানবিকতার বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের দিচ্ছেন আর্থিক ও মানবিক সাহায্য। তিনি একজন আদর্শবান,মানবতার সেবক।পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, এছাড়াও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, খেলাধুলা বিষয়েও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।