আলী হোসেন-বেলাবঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। দুষ্কৃতকারীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।এবং সকল পূজা মন্ডপ সিসি টিভির নিয়ন্ত্রণে থাকবে।তার পরও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা হলরুমে নরসিংদী বেলাব উপজেলায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম।বেলাব থানা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার ঘোষ,সাধারন সম্পাদক সুধন চন্দ্র সূত্র ধর।বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক,সাবেক সভাপতি শেখ আঃ জলিল,দপ্তর সম্পাদক আলী হোসেনসহ ৮টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও ২১ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,ধর্ম যার যার উৎসব সবার।তাই অন্য ধর্মের লোকদের যাতে কোনো সমস্যা না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো যাবেনা। পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে সহযোগিতা করবে।
Leave a Reply