সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আম সংগ্রহ ও বিপণনের শুভ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
৩ জুন শুক্রবার বিকালে উপজেলার গোডাউন পাড়া বাবু চৌধুরীর বাগান থেকে আম পেরে উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।আরও
উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আমচাষি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আম সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।