আলী হোসেন –
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫)নামে এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।০৪ মে বুধবার উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত ফাহিম লাদেন উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর এলাকার আওলাদ হোসেনের ছেলে ও পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার ফাহিমকে অজ্ঞাত ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওইদিন থেকেই নিখোঁজ হয় সে।এ ব্যাপারে নিহতের পরিবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।গত বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার উপস্থিত হয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ প্রচেষ্টায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা ফাহিমের মরদেহ শনাক্ত করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষ মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মির্জারচর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ (এসআই) প্রদ্যুৎ সরকার জানান, নিলক্ষার আমিরাবাদ এলায় নদীতে একটি মরদেহ ভাসতেছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরে ফাহিমের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে। এছাড়াও প্রাথমিক সুরতহালে তার মাথায় একটি কোপের আঘাত দেখতে পাওয়া যায় গেছে। ময়নাতদন্তেন রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান পুলিশ।
Leave a Reply