আলী হোসেন-
নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা( অনুর্ধ্ব)-১৭ এর উদ্বোধন করা হয়েছে।গতকাল (৬জুন) নরসিংদী মুসলেহ উদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় ।নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিয়া আফরোজ, নরসিংদী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরামস-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী জেলা পরিষদের জেলা প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া,নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন,নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু,বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার জিনিয়া জিন্নাত,রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। আগামী কাল ৬ টি উপজেলা ও ২ টি পৌরসভা সহ মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।
Leave a Reply