সটাফ রিপোর্টার-এনডিবি নিউজ:
নরসিংদীতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়াও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।৫ সেপ্টেম্বর দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে উক্ত দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সাপ্তাহিক চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জাসাসের আহবায়ক সারোয়ার হোসেন ঝন্টু,সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ফারুক মিয়া,প্রচার সম্পাদক শরিফ মিয়া,ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,
আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু,সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা.শরিফ, বৈষম্য বিরুধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা , এড, সারোয়ার ,বাবুল,নুরুজ্জামান পিটু,মাইনুদ্দিন , রেজাউল করিম,সরকার,মোখলেছুর,রহমান, বাদল,সুমন,স্বপন,রেজাউল,কাউছার , তালাত মাহমুদ, সুমন,মিয়া,কামাল,গোপাল ,মাজহারুল ও হাসান সরকার।
বৈষম্য বিরুধী ছাত্র আন আন্দোলনের নরসিংদী সরকারি কলেজের অন্যতম ছাত্র নেতা রাসেল,লামিয়া সরকার, রিফাত আহমেদ সামিয়া সরকার প্রমুখ।