মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে মাদক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু আবুল কালাম মিয়া (২২)কে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন ফাহিম (২৮)। ২১ আগষ্ট রবিবার বিকেলে উপজেলার নামাগোতাশিয়া মাদরাসা মাঠ সংলগ্ন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের পশ্চিম ঠেকেরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। হত্যাকারী বিল্লাল একই ইউনিয়নের নামাগোতাশিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। দুজনই রং মিস্ত্রির কাজ করেন।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে মাদরাসার মাঠ সংলগ্ন স্থানে দুই বন্ধু মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ধারালো দা দিয়ে আবুল কালামের গলায় কুপ দেয় বিল্লাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানতে পেরে বিল্লালকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং বিল্লালকে থানায় নিয়ে আসেন। এ সময় হত্যায় ব্যবহ্রত দা উদ্ধার করা হয়।
নিহত আবুল কালামের মা মার্জিয়া বেগম জানান, কাজের সুবাদে কালামের সঙ্গে বিল্লালের বন্ধুত্ব তৈরী হয়। এরপর থেকে বিল্লাল নিয়মিত আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। সে আমাকে মা ডেকেছে। আজ রবিবার তারা কাজে যায়নি। দুপুরে খাওয়া দাওয়া শেষে কালামকে ফোন দিয়ে ডেকে নেয় বিল্লাল। বিকেলে জানতে পারি বিল্লাল আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফরিদ উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় বিল্লালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে। হত্যায় ব্যবহ্রত দা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
Leave a Reply