আলী হোসেন-নরসিংদীঃ
নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান মোঃ সুমন মিয়াকে প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবির হোসেন রুবেল মিয়ার (চশমা প্রতীকের) সমর্থকরা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় সুমন ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণায় গেলে আবির হোসেন রুবেল সমর্থকদেন মধ্যে কথা কাটাকাটির একপর্যায় গুলি বর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।হামলায় উভয় পক্ষের বেশ কয়জন আহত হয়।এক পর্যায় সুমন ও সমর্থকরা বাঁশগাড়ি পুলিশ ফাড়িতে আশ্রয় নেয়। সুমন মিয়াকে পুলিশ পাহারায় আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে।
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল)
আফসান-আল-আলম বলেন,আমরা পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।