নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্থার ঘটনায় পাল্টা - পাল্টি মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টার দিকে নরসিংদী রেলস্টেশনে বিভিন্ন সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো হলো- নরসিংদীর এমডিএস, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, অ্যাকশন এইড বাংলাদেশ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, সহায়, নেটজ বাংলাদেশ, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ, নারী নিরাপত্তা জোট, ন্যাশনাল কনফ্লিক্ট ট্রান্সফরমেশন প্ল্যাটফর্ম, শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি ও অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা।
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে যারা হেনস্তা করেছে তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী স্বাধীনভাবে চলাফেরা করবে এটা যেমন তার অধিকার, তেমনি সে কেমন পোশাক পরবে সেটাও তার ব্যক্তিগত অধিকার। তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। রেলস্টেশনে ওই তরুণীকে নির্যাতন করে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে। প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। আমরা জোর দাবি জানাচ্ছি।
অপরদিকে হেনস্থায় অভিযুক্ত নারী মর্জিনার নিঃশর্ত মুক্তির দাবি করেছে বিভিন শ্রেনি পেশার মানুষ।অশালীন পোষাকে নারী সমাজকে কলংকিত করেছে । তাই নারীর সম্মানার্থে একজন মায়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি।