আলী হোসেন-বেলাবঃ
নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নতুন উদ্দমে সেজেছে গোটা নরসিংদী।পদ প্রত্যাশীদের ছবি সংম্বলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন,তোরণে ছেয়ে গেছে পুরো নরসিংদী শহর।
কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ।
দীর্ঘ সাড়ে ৭ বছর পর আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে এস.এস.সি পরিক্ষার কারনে সকাল ১০ টার পরির্বতে বিকাল ২ঘটিকা হতে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক। সম্মেলনকে ঘিরে জেলার প্রবেশ মুখ ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া থেকে নরসিংদীর জেলখানা মোড় পর্যন্ত প্রায় ২ শতাধিক তোরণ নির্মান করেছে পাদ প্রত্যাশিরা । এছাড়া সড়কের দুই পাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতাদের ছবি সংম্বলিত বিলবোর্ড । বিভিন্ন নেতাকর্মীর শুভেচ্ছা সংম্বলিত তোরণে পরিণত হয়েছে তোরণ নগরিতে। নরসিংদী শহরতলীর সাহেপ্রতাপ মোড় থেকে সার্কিট হাউজ পর্যন্ত তিন কিলোমিটার সড়কজুড়ে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। সম্মেলন স্থলসহ শহরের অলিগলি আনাচে-কানাচে ঢেকে গেছে বিশালাকারের ব্যানার-পোস্টার আর তোরণে।
সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ফিরেছে প্রাণচাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আছেন দলীয় নেতাকর্মীরা।এ বার সম্মেলনে সভাপতি পদে সদর আসনের বর্তমান সাংসদ ও সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরু বীর প্রতীক ,নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সাংসদ বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র ও বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া,কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজউদ্দীন ভূঁইয়া, নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকারের নাম শোনা যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক,সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,শিক্ষা মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি,শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল( অবঃ) মোহাম্মদ ফারুক খাঁন,সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি,আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুুন নাহার চাঁপা,আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আব্দুস সেলিম বলেন,দীর্ঘদিন পরে নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ সম্মেলন সম্পন্ন হবে।
Leave a Reply