আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাব উপজেলা নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন মোঃ মুজিবুর রহমান।২৬ জুলাই মঙ্গলবার গভর্নিং বডি সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মুজিবুর রহমান সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার এর স্থলাভিষিক্ত হন। বিভিন্ন অনিয়মের অভিযোগে আব্দুস সাত্তারকে উক্তপদ থেকে সরিয়ে মোঃ মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয় গভর্নিং বডি।গভর্নিং বডির সভাপতি মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য মোঃ খায়রুল বাকের,সদস্য মোঃ সুলতান আহমেদ বাবু,কামাল উদ্দিন ভূঁইয়া ,সাখাওয়াত হোসেন সবুজ,আসাদুল হক,মোঃ হাবিবুর রহমানসহ প্রমূখ।