মোঃ শিহাব উদ্দিনঃগোপালগঞ্জ।
ওহিদুল ইসলাম মোল্যা, গ্ৰাম: আদমপুর, থানা: তেরখাদা, জেলা: খুলনা, বর্তমান: নবীনবাগ গোপালগঞ্জ (সেলিমের বাসার ভাড়াটিয়া), থানা ও জেলা: গোপালগঞ্জ, সাংবাদিকদের রেশমা বেগম বলেন।
গত ইং ২৩/০৪/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় আমার স্বামী ওহিদুল মোল্যা (৩৭) আমাদের ভাড়া বাসা থেকে গোপালগঞ্জ সদর থানাধীন সিলনা অজ্ঞাতনামা ব্যক্তির জমির ধান কাটার উদ্দেশ্যে বের হয়। আমি আমার স্বামীকে মোবাইল ফোনের মাধ্যমে কল করিয়া বাড়িতে আসার কথা বলিলে সে ইং ২৯/০৪/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় আমাদের ভাড়া বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু অদ্যবদি সে আমাদের ভাড়া বাড়িতে ফিরে আসে নাই। তাহাকে আশেপাশে অনেক খোঁজাখুজি করি ও তাহার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাই নাই। বর্তমানে সে নিখোঁজ রহিয়াছে। ওহিদুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ০১৯৫৯৭৯০৪৪২ নাম্বারে বারবার কল করিলে নাম্বারটি বন্ধ বলে।
নিখোঁজ ব্যক্তির বর্ণনা: নাম: ওহিদুল মোল্যা (৩৭), গায়ের রং। শ্যামলা, মুখ মন্ডল: গোলাকার, উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি, লাল, কালো ও সাদা রংয়ের সাদা হাফ হাতা শার্ট এবং টিয়া রংয়ের লুঙ্গী পরিহিত ছিল।
যদি কেউ নিখোঁজ ওহিদুল ইসলাম কে খুঁজে পান এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ থাকলো - 01963248611