নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলা বিএমএসএফ'র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ আলতাফ হোসেন চৌধুরী(৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আলতাফ হোসেন দীর্ঘ জীবনে সততার সাথে বস্তুনিষ্ট সাংবাদিকতা করেছেন। তিনি অনেক সহজ-সরল ও ভালো মনের মানুষ ছিলেন। সৃষ্টিকর্তা আলতাফকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজ রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।