রিপোর্টার (নেত্রকোণা)
নেত্রকোণার মোক্তারপাড়ায় ২২৩তম ‘বোধ’ সাহিত্য আড্ডা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কবি, প্রাবন্ধিক, গল্পাকার প্রফেসর ননী গোপাল সরকার এঁর সভাপতিত্বে ও বোধ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, লেখক, সাংবাদিক বীর-মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যক্ষ আনোয়ার হাসান, সমাজ কর্মী ও নেত্রকোণা হোমিও কলেজের সভাপতি জনাব সারোয়ার জাহান রঞ্জন, প্রকৌশলী মোঃ ইসহাক, সহকারী অধ্যাপক কবি খন্দকার ওয়ালীউল্লাহ, কবি এনামুল হক পলাশ, কবি তানভীয়া আজিম, কবি ও সাংবাদিক মোঃ রাসেল হাসান, কবি তন্ময়, কবি সুমিত্র সুজন, কবি মুন্না মিয়া, কবি উম্মে সাবাবা হক, কবি মাইমুনা খান, কবি দুর্জয় শেখ, কবি সাইফুন্নাহার, কবি সাগর আহমেদ আরিফসহ নেত্রকোণার বিশিষ্ট কবি সাহিত্যিকগণ। দোয়া মাহফিল ও ইফতারের পরে কবিরা সাহিত্যের বিবিধ বিষয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন। কথাসাহিত্যিক খালেকদার চৌধুরীর পূণ্য ভূমিতে অনুষ্ঠিত ইফতার, দোয়া মাহফিল ও সান্ধ্য সাহিত্য আড্ডা কবিদের কবিতা পাঠ ও বক্তব্য প্রদানের মাধ্যমে প্রানবন্ত হয়ে উঠেছিল।
Leave a Reply