1. admin@ndbnewstv.com : admin :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন ( বকুল)এর ঈদ শুভেচ্ছা বিনিময়। বারৈচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারীক মাস্টারের মৃ,ত্যু পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে চালু রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জরুরি সেবা বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে-খায়রুল কবির খোকন বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে-খায়রুল কবির খোকন বেলাবোতে আলেম-হাফেজ ও গুণীজন সংবর্ধনা দিলো নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে নরসিংদীর বেলাবোতে এক গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বেলাবোতে ঈদের জামাত অনুষ্ঠিত বেলাবোতে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাসির গোসত বিতরন বেলাবোতে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাসির গোসত বিতরন

পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে চালু রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জরুরি সেবা

NDB News TV
  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা: আশরাফী আহমদ এর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলার সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্র পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। গত ২৮ শে মার্চ ২০২৫ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা’সহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে।

নরসিংদী জেলার উপপরিচালক শেখ শাহীদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে. এম. মুনিম আহাম্মেদ সজীব সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ১ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ১১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা