এনডিবি নিউজ ডেক্সঃ
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না। ২১ এপ্রিল রোজ রবিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কাউকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন। তবে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে জানান তিনি। ছুটি বাড়ানো বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
পরিস্থিতি বুঝে যদি আমরা মনে করি, ডেফিনেন্টলি আমরা ছুটি বাড়াবো। বাচ্চাদেরকে ঝুঁকির ফেলা যাবে না। তিনি আরও বলেন আমার কাছে যখন মেসেজ আসলো আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গিয়ে স্কুলটা বন্ধ করে দেয়ার ব্যবস্থা করেছি। কারণ সব চেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা।
Leave a Reply