পরশুরাম প্রতিনিধিঃ-
ফেনীর পরশুরাম উপজেলার অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ পারভেজ (১২) নামের এক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে শুক্রবার সকালে মারা যায়।
গতকাল ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় ঐ শিশু । হঠাৎ বল খেলোয়াড়দের আক্রমণে স্কুল ছাদে উঠে যায়, বল আনার জন্য ঐ প্রাইমারী স্কুলের জাতীয় পতাকা উত্তোলনের বাঁস বেয়ে ছাদের উপর উঠে শিশুটি, এ সময় বিদ্যালয়ের ছাদের উপর দেড় দুইহাত ব্যবধানে পল্লী বিদ্যুৎতের মেইন তার থাকায় শিশুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে’ই মারা যায়।
নিহত পারভেজ উপজেলার পূর্ব অলকা গ্রামের শাহ আলম’র ছেলে। বিকেল সাড়ে ৪টায়ও বিদয়ালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। নিহত পারভেজ অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কিনা সেটাও তার জানা নেই।
এছাড়াও ইতি পূর্বে পল্লী বিদ্যুৎতের খাম্বার মেইন তার ছাদের কাছাকাছি থাকায় কল মিস্তিরি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছিল। স্থানীয় জনগণের সহায়তায় মিস্তিরি প্রাণে বেঁছে যায়।
স্থানীয়’রা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে বার বার অভিযোগ দেওয়ার পরও কোনো সাঁড়া মেলেনি পল্লী বিদ্যুৎ অফিসের । তাদের গাফিলতির কারনে বার বার এমন দূর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়’রা।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় বলে জানান। যার মামলা ন ০১.
Leave a Reply