এন.ডি.বি নিউজ ডেক্সঃ
সংগঠন বিরোধী কাজে লিপ্ত থেকে মুক্তিযোদ্ধের পক্ষের ব্যক্তিকে প্রমাণ ছাড়া রাজাকার বলা এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিরুপ মন্তব্য করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম আপেল মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদুল হক ভোলনের পদ স্থগিত করা হয়েছে।এস এম আপেল মাহমুদ নরসিংদীর বেলাব উপজেলা নারায়নপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলী মোহন এবং এমদাদুল হক ভোলন একই ইউনিয়নের মুক্তিযোদ্ধা মমতাজ মিয়ার ছেলে। গত ২৯ জুলাই২০২২ ইং তারিখে বাংলাদশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এবং চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়ার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বার্তা জানানো হয়।বিজ্ঞপ্তির সাত কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধার নিয়ে মন্তব্য করার কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। যদি সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে ও নোটিশে জানানো হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, ব্যক্তিগত শত্রুতার কারনে এস এম আপেল মাহমুদ এবং একরামুল হক ভোলন সু- কৌশলে সংগঠন বিরোধী কাজে লিপ্ত থেকে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরুপ মন্তব্য করা এবং যিনি মুক্তিযোদ্ধাদের সার্বিক ভাবে সহযোগিতার করেছে সুনাম ব্যক্তি মোঃ আফজালুর রহমান ( ছন্দু) মিয়াকে রাজাকার বলে বিভিন্ন গনমধ্যমে বক্তব্য দিয়ে সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকায় তাদেরকে স্বীয় পদ থেকে সাময়িক ভাবে অব্যহতি প্রদান করেন।
এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া বলেন,এস এম আপেল মাহমুদ এবং একরামুল হক ভোলনকে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।ব্যর্থ হলে স্থায়ী বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।