শাহিনুর আক্তার (নরসিংদী)বেলাবো
নরসিংদী বেলাব উপজেলার গাংকুল পাড়ার পোল্ট্রি ব্যাবসায়ী আরমান আজ সরাইল উপজেলার “কুট্টাপাড়া হাই স্কুলের সামনে ” দিগন্ত নামের একটি বাস মটর বাইকের পিছনে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আরমানের মৃত্যু হয়। কুট্টাপাড়া বিশ্বরোড হাইওয়ে পুলিশের জানান, শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান নরসিংদী বেলাব উপজেলার গাংকুলপারা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। বেলাব বাজারে আরমান পোল্ট্রি মুরগীর ব্যাবসা করতেন। আরমানের মৃত্যতে বেলাব বাজারে শোকের ছায়া নেমে এসেছে