আলী হোসেন- বেলাবঃ
আগামী নির্বাচনে বিএনপিকে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে দেয়া হবে না। সব কিছু অবজারভেশনে রেখেছি, সেপ্টেম্বরে আওয়ামী লীগ মাঠে নামলে রাজনৈতিক মোড় অন্য দিকে ঘুরে যাবে। আমরা মাইনাস নয় প্লাসের রাজনীতিতে বিশ্বাস করি ।বড় দল হিসেবে দলের ভিতর ভূল বুঝাবুঝি থাকতেই পারে কিন্তু আশা করি দল হিসেবে নৌকার বাইরে কেউ যাবেন।( ১৩ আগষ্ট) শনিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বেলাব উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ,
ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,আওয়ামী লীগ নির্বাচন মুখী একটি রাজনৈতিক দল,নির্বাচন করেই জনগনের ভোটে আগামীতে সরকার গঠন করবে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খাঁন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খাঁন মোমেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ভূঁইয়া,সাবেক জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু,সাবেক ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান ভূঁইয়া সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।জাতীয় শোক দিবস পালনের লক্ষে দলের পক্ষ হতে উপজেলার প্রত্যক ইউনিয়ন ২০ হাজার টাকা এবং জেলা আওয়ামীলীগের সদস্য খাইরুল মজিদ মাহমুদ চন্দনের ব্যক্তিগত তহবিল হতে প্রতি ওয়ার্ডে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।