নিজস্ব প্রতিবেদক: বিএমএসএফের কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু কে ফেইজবুক গ্রুপভিত্তিক সামাজিক সংগঠন‘ আধুনিকতার ছোয়াঁয় রামগঞ্জ‘ গ্রুপে ২০২২সালে সেরা নবীন মেম্বার হিসেবে সংবর্ধিত হয়েছেন। রামগঞ্জ মডেল মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার সকালে সংগঠনটির উদ্যোগে রামগঞ্জ পৌরসভা সহ ৯ ইউপিতে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে তাকে সেরা নবীন মেম্বার হিসেবে সংর্বনা প্রদান করা হয়। সংগঠনের প্রধান উদ্যোগতা প্রবাসী মোশাররফ হোমেন মুসুর পিতা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ্য ব্যবসায়ী হাজ্বী রোমান হোসেন পাটোয়ারী,আইনজীবি মোঃ হানুজ্জামান বান্না,মাস্টার জাকির হোসেন,সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু,জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য: সংগঠন বেলায়েত হোসেন বা চ্চু দৈনিক যায়যায়দিন পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ কয়েকবছর যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ম্যাস লাইন মিড়িয়া সেন্টার থেকে একাধিক প্রশিক্ষন নিয়ে ১৯৯৯ সাল থেকে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি একজন লেখত হিসেবে সারাদেশে সাহিত্যপ্রেমিকের নিকট পরিচিত। তার লেখা অনুভুতি,উড়ন্ত মন,উতলা মন কাব্যগ্রস্থ, প্রবন্ধগ্রস্থ স্মৃতির ডায়েরী,উপন্যাস লাভ গার্ড়েন পাঠন সমাজে বেশ আলোচিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঐতিয্যবাহি রামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক,রামগঞ্জ সেবা-কো অপারেটিভ সোসাইটির যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।