বেলাব(নরসিংদী) প্রতিনিধিঃ
শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা, সর্বত্র ও আমরা এই স্লোগান কে সামনে রেখে নরসিংদীর বেলাবতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ বাদল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে্ এরশাদ, এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুরাইয়া বেগম'সহ উপজেলার কর্মরত আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ।