আলী হোসেন- বেলাবঃ
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী "জাতীয় শোক দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ আগষ্ট) সোমবার সকাল ১০ টায় উপজেলা দুলালকান্দি দাখিল মাদ্রাসার হল রুমে দুলালকান্দি দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির আয়োজনে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দুলালকান্দির দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুলালকান্দির দাখিল মাদ্রাসার সভাপতি ও বিআরটি এর (অবসরপ্রাপ্ত) সহকারী পরিচালক হাজী আব্দুস সেলিম, আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।