আলী হোসেন-বেলাবঃ
তৃতীয় ভারের মতো জয় পেলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শমসের আলী ভূইয়ার সুযোগ্য সন্তান শমসের জামান ভূইয়া রিটন। বিগত সময় দুইবার এ উপজেলা থেকে চেয়ারম্যান পদে জয় লাভ করেছিলেন । এ নিয়ে তিন মেয়াদে চেয়ারম্যান হলেন তিনি। ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ।শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৮ জনএবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন এতে চেয়ারম্যান পদে শমসের জামান ভূঁইয়া রিটন (মোটরসাইকেল)প্রতীকে ১১হাজার ১১৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩০ হাজার ২০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খাঁন মোমেন (কাপ-পিরিচ) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আব্দুল করিম উপজেলা হল রুমে ফলাফল ঘোষনা করেন।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৬৭ হাজার ৯৮৩ জনের মধ্যে ৭২ হাজার৪৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সে অনুপাতে শতকরা ৪৩.২০ শতাংশ ভোট হয়েছে।