আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাবতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ মে) বুধবার সকালে উপজেলার হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ও রয়েল ড্যানিশ অ্যাম্বাসির অর্থায়নে 'নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মজিদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিনূর আক্তার, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমানসহ প্রমূখ।