মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে পানি নিষ্কাশন পাইব কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে নতুন দিগন্তে বাংলাদেশ (N.D.B) বাস্তবায়নে উপজেলার চর ছায়াট ( ছায়ান) পানি নিষ্কাশন পাইব কালভার্ট নির্মাণ কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।আরো উপস্থিত ছিলেন নতুন দিগন্তে বাংলাদেশ (NDB) এর উপদেষ্টা ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান রাব্বি,শিক্ষক কামরুজ্জামান, সমাজ সেবক মোঃ হাসান,মোঃ নুরু মিয়া,মোঃ শ্যামল মিয়া,মোঃ মাহাবুব,রিয়াজুল প্রমুখ।নতুন দিগন্তে বাংলাদেশ (NDB) কোষাধ্যক্ষ আক্তার হোসেন বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম মহোদয়কে।নতুন দিগন্তে বাংলাদেশ (NDB) এর বাস্তবায়নে পানি নিষ্কাশন কালভার্ট নির্মাণ কাজের ফলে বর্ষা মৌসুমে পানি থেকে রক্ষা পাবে অনেক কৃষক।নতুন দিগন্তে বাংলাদেশ (NDB) এর উপদেষ্টা ইকবাল হোসেন বলেন ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন দিগন্তে বাংলাদেশ (N.D.B) বাস্তবায়নে এবং সংগঠনের সভাপতি এস.এম সোহেল রানা,সাধারণ সম্পাদক দিদার হোসেন সহ সকলকে ধন্যবাদ জানাই এই রখম মহৎ কাজের আর্র্থিক সহযোগীতা করার জন্য। সকলের সহযোগীতায় এই পানি নিষ্কাশন পাইব কালভার্ট নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়। এর ফলে শতশত একর জমি বৃষ্টির পানি থেকে রক্ষা পাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন উপজেলার চর ছায়েটে নতুন দিগন্তে বাংলাদেশ (N.D.B) এবং প্রবাসীরা যে উদ্যোগ নিয়েছে তা একটি ভালো উদ্যোগ, আমি তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানায়।তিনি আরো বলেন ঐখানে (চর ছায়াটে) একটি কালভার্ট নির্মাণ করার দরকার এবং এলাকার মানুষের কথা চিন্তা করে আমি তা করে দিবো।
Leave a Reply