আলী হোসেন-বেলাবঃ
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে বেলাবতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২ মে বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরপরই বদলে যায় উপজেলার দৃশ্যপট। উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। উৎসবমুখর পরিবেশে শুরু হয় মাইকিং,লিফলেট বিতরণ। প্রতীক পেয়েই প্রার্থীরা নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে নেমে যান প্রচারণায়। ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। বিএনপি আনুষ্ঠানিক ভাবে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে। যার ফলে মাঠে নেই বিএনপি। তাই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ।দলীয় প্রতিক না থাকায় সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত।চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন,আনারস প্রতীকে আমান উল্লাহ আমান,ঘোড়া প্রতীকে ভাস্কর অলি মাহমুদ,কাপ পিরিচ প্রতীকে হাজী শরিফ উদ্দিন খাঁন মোমেন,দোয়াত কলম প্রতীকে গোলাম মোস্তফা,চিংড়ি মাছ প্রতীকে মাজহারুল হক,টেলিফোন প্রতীকে জোনাইদ হোসেন।ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক হুমায়ুন কবির,বই প্রতীকে ইসলাম উদ্দিন,বৈদ্যুতিক বাতি প্রতীকে মেহেদী হাসান রতন,উড়োজাহাজ প্রতীকে খলিলুর রহমান,টিউবওয়েল প্রতীকে মোর্শেদ আলম,টিয়া পাখি প্রতীকে সাইফুল ইসলাম,মাইক প্রতীকে ইমদাদুল হক ফরিদ,তালা প্রতীকে রফিকুল ইসলাম।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাতির প্রতীকে শারমিন আক্তার খালেদা,হাস প্রতীকে নাজমুন্নাহার আমিনা,সেলাইমেশিন প্রতীকে রহিমা বেগম ময়ুরী,ফুটবল প্রতীক বিলকিস বেগম,কলস প্রতীকে রেহেনা বেগম প্রতিদ্বন্দ্বী করবে।
আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলা জুড়ে শুরু হয় মাইকিং। ঘোড়া প্রকীকে চেয়ারম্যান প্রার্থী ভাস্কর অলি মাহমুদ বলেন, আমি ঘোড়া প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। স্মার্ট উপজেলা গড়তে সকলের দোয়া ও ভোট প্রার্থীনা করছি। ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির বলেন, আমার প্রতীক চশমা। চশমা প্রতীকে ভোট চাই।আশা করি সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় লাভ করবো।
Leave a Reply