রেজাউল আলম বিপ্লব : বেলাবতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে ও বেলাব প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি আলমগীর পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শাহাজান , বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক,সিনিয়র সহ-সভাপতি স্বপন মাহমুদ,সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাবেক সভাপতি শেখ আঃ জলিল,সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল,দপ্তর সম্পাদক আলী হোসেন,বেলাব উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির জিলানী রাকিব, উপজেলা কৃষক দলের আহবায়ক সোহারাব হোসেন টিটু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সবুজ মিয়া, জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন, উপজেলা যুবদল নেতা মোঃঁ জাকির হোসেন, মাহালম,প্রেসক্লাবের সদস্য মোঃদিদার হোসেন পিন্টু, মোঃ বাদল মিয়া, ফয়সাল আহমেদ, আশিকুর রহমান সৈকত'সহ প্রমূখ।
এ সময় বক্তারা দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে।দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।