আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাবতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায় (২য় ধাপে) ৪৪ টি উপকারভোগীর পরিবারের মাঝে জমির দলিল সহ ঘর উপহার দেওয়া হবে। ১৯ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে বেলাব প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিন জানান,বেলাব উপজেলা প্রথম পর্যায় প্রথম ধাপে ৭০ টি দ্বিতীয় ধাপে ৫ টি ৩য় পর্যায় ৫১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে।চতুর্থ পর্যায় ৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ঘর উপহার দেওয়া হবে। সারাদেশে চতুর্থ পর্যায় ২৬ হাজার ২ শত উনত্রিশটি পরিবারকে ঘর উপহার দেওয়া হবে।আগামী ২১ শে জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উপজেলার বেলাব সদর ইউনিয়নে ৩০ টি এবং পাটুলী ইউনিয়নে ১৪ ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ কক্ষ বিশিষ্ট বারান্দা সহ একটি আধাঁ পাকা ঘর,স্যানিটেশনের সুব্যবস্থা,বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ অনান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।