আলী হোসেন- বেলাবঃ
ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবাকে ডিজিটাল এবং ভূমি সেবা মানুষের দূর গোড়ায় পৌছে দিতে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি ই-নামজারি আবেদন গ্রহণ, অনুমোদিত নামজারির ডিসিয়ার ও খতিয়ান প্রদান, অধিবাসীদের খাজনা(ভূমি উন্নয়ন কর)'র তথ্য অনলাইনে এন্ট্রিকরন, বন্দোবস্ত প্রাপ্তদের মাঝে কবুলিয়ত ও দলিল হস্তান্তর ইত্যাদি সেবা দেয়া হবে।
ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জানতে,অনলাইনে খাজনা প্রদানের জন্য হোল্ডিং রেজিষ্ট্রেশন,ই-নামজারি এবং অন্যান্য ভূমি বিষয়ক সেবা প্রাপ্তির জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) শাহিনুর আক্তার। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।