আলী হোসেন-বেলাবঃ
সারা দেশের ন্যায় নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭অক্টোবর) বিকালে ৪ টায় উপজেলার বারৈচা দাহাব রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে।নরসিংদী জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ডাক্তার মোঃ শাহালম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ কামাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন,নরসিংদী জেরা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহফুজ রহমান মাহফুজ,নরসিংদী জেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন,সল্লাবাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক
আবু ছালাম ডালিম,বেলাব উপজেলার যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,বেলাব উপজেলা যুবদল সদস্য মোঃ কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আটক করেছে। কোনো হানাহানির রাজনৈতিক আমরা করবো না। আগামীতে আমাদের সন্তানেরা বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখার জন্য প্রস্তুত নয়। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।