বেলাব(নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর বেলাবতে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি আশ্রয়ন প্রকল্পের ১১২ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছেন। গতকাল (১ এপ্রিল) রবিবার সকালে উপজেলার পাটুলী,আব্দুল্লাহনগর ও সররাবাদ এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে চাল, ডাল, চিনি, সেমাই,তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন শিল্পমন্ত্রী। এসময় তিনি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দার খোঁজ খবর নেন। খাদ্যসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর,বেলাব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাফায়েত হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন আঙ্গুর, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ,আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূইয়া,সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, সল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান ফয়েজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল,সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি আবু সাইদ প্রমূখ।