আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাবতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী -২০২২ উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, বেলাব উপজেলা প্রকৌশলী মোঃসামসুল হক ভূঁইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাব্বাচ্ছুম শাহ্, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি'সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।