আলী হোসেন- বেলাবঃ
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বলেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা অর্পণ করে আমরা সরে যাবো, দশ বছর পরে যেন ছাত্ররা আবার রাস্তায় নামতে না হয়,আর যে ছাত্ররা বুকের রক্ত দিতে না হয় সে দিকে রাজনীতিবিদদের লক্ষ্য রাখতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান-সাকিনা এডুকেশন ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন ।
মতবিনিময় সভা শুরুর আগে হোসেন নগর পাইলট স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টার ভাই সেতু বিভাগের সাবেক সচিব ও হোসেন নগর পাইলট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মো.আব্দুল হান্নান,এম আর ডি আই এর এ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন , বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃআব্দুল করিম, সহকারি পুলিশ সুপার(রায়পুরা সার্কেল)আফসান আল আলম,বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া’সহ প্রমুখ। গ্রামবাসীর পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মাহালম আহমেদ।
Leave a Reply