আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থান হতে ১৮ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি সহ মাদক কারবারি নাজমুল পাঠান(২৪) ও শাকিল পাঠান(১৯)কে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। গতকাল ৩ মে২০২৪ইং শুক্রাবার সকাল ৭.২৫ ঘটিকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল পাঠান ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের মিজানুর রহমান ছেলে এবং শাকিল পাঠান একই এলাকার আনোয়ার পাঠানের ছেলে।বেলাব থানা এসআই মোঃ ইফাত আহম্মেদ কিলো-৬ মোবাইল ডিউটি চলাকালিন কামাল হোসেন ও সাইফুল ইসলামের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের ঢাক সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি সহ ২ জনকে গ্রেফতার করেন। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা।
বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান (পিপিএম)বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের দড়িতান্দি হতে তাদেরকে ১৮ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি সহ দুইজনকে আটক করা হয়।আটককৃত মাদক কারবারিদের বিরোদ্ধে ২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(গ)/৩৮ ধারায় থানায় মামলা হবে।এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।